বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

জিহাদ নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ও এর জবাব

'জিহাদশব্দটি এসেছে 'জাহাদাশব্দ থেকে যার অর্থ 'দুই পক্ষের মধ্যে পারস্পরিক ক্রিয়া'। আরবদের কাছে শাব্দিকভাবে 'জিহাদ'- এর অর্থ হলো 'কোনো কাজ বা মত প্রকাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা বা কঠোর সাধনা করা'। আরো যেসব অর্থে জিহাদ শব্দটি ব্যবহার হয়:

১. اَلْجَد বা প্রচেষ্টা ব্যয় করা   ২. الطَّاقَةُ বা কঠোর সাধনা করা
৩. السَّعْىُ বা চেষ্টা করা      ৪. اَلْمُشَقَّةُ বা কষ্ট বহন করা
৫. بَذْلُ القُوَّةِ বা শক্তি ব্যয় করা  ৬. النِهايَةُ والغايَةُ বা শেষ পর্যায়ে পৌঁছা
৭. الارْضُ الصلبة বা শক্তভূমি   ৮. الكفاح বা সংগ্রাম করা

ইমাম নিশাপুরী (রহ)-এর তাফসীরে স্পষ্টভাবে বলা হয়েছে যে, 'আল-জিহাদ অর্থ হলো কোনো উদ্দেশ্য বা ইচ্ছা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালানো'

মোট কথাশাব্দিক অর্থে 'জিহাদ'-এর সংজ্ঞা হলোঅন্তত দুটি পক্ষের মধ্যে সর্বাত্মক চেষ্টা ও সক্ষমতার প্রকাশ ঘটানো।

শাব্দিক অর্থ মোতাবেকএই সর্বাত্মক প্রচেষ্টা সশস্ত্র কিংবা নিরস্ত্র উভয়ই হতে পারেঅর্থ ব্যয় করেও হতে পারেব্যয় না করেও হতে পারে। একইভাবেদুটো পরস্পরবিরোধী প্রবৃত্তির মধ্যেও পরস্পরকে দমানোর জিহাদ (সর্বাত্মক প্রচেষ্টা) হতে পারে। এই জিহাদ (সর্বাত্মক প্রচেষ্টা) কেবল কথার মাধ্যমেও হতে পারেঅথবা কোনো একটি কাজ না করা বা কোনো একটি বিশেষ কথা না বলার মাধ্যমেও হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যেকোনো ব্যক্তিকে যদি তার পিতামাতা আদেশ করে আল্লাহকে অমান্য করার জন্য আর সেই ব্যক্তি যদি পিতামাতার নির্দেশ অমান্য করে ও সবর অবলম্বন করেতবে তা-ও জিহাদ। আবার কোনো ব্যক্তি যদি প্রবৃত্তির তাড়নাকে অগ্রাহ্য করে হারাম কাজ থেকে বিরত থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালায়তবে তা-ও জিহাদ।

জালালাইন শরীফ-এর হাশিয়াতুন জামাল-এ আছে: 'জিহাদ হলো প্রতিকূলতার মুখে সবর করা। এটা যুদ্ধের সময়ও হতে পারেনফসের মধ্যেও হতে পারে।'

'জিহাদশব্দের এই শাব্দিক ব্যাখ্যা অনুযায়ী মুসলিমদের জিহাদের প্রতিপক্ষ হতে পারে নিজের প্রবৃত্তিশয়তানদখলদার কিংবা কাফের শক্তি। পাশাপাশিএই ব্যাখ্যা অনুযায়ীজিহাদ হতে পারে আল্লাহর পথেও (জিহাদ ফি সাবীলিল্লাহ)। তাই এই জিহাদ হতে পারে আল্লাহকে খুশি করার জন্যআবার হতে পারে শয়তানকে খুশি করার জন্যও। যেমন: কাফেরদের জিহাদ হলো শয়তানকে খুশি করার জন্য। ইমাম নিশাপুরী (রহ) বলেন, 'এটি [জিহাদ] হলো কোনো উদ্দেশ্য বা ইচ্ছাকে অর্জন করার জন্য প্রচেষ্টা চালানোউদ্দেশ্যকারীর উদ্দেশ্যের ধরন যা-ই হোক না কেন।কাফের পিতারা তাদের মুমিন সন্তানদের সত্য বিশ্বাসকে পরিত্যাগ করানোর জন্য যেসব কাজ করতোসেগুলোকে কুরআনে জিহাদ বলা হয়েছে:

وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلاَ تُطِعْهُمَا

তোমার পিতামাতা যদি জিহাদ (সর্বাত্মক প্রচেষ্টা) করে যেতুমি আমার সাথে এমন কিছু শরীক কর যে সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেইতবে তাদেরকে অমান্য কর। [সূরা লুকমান: ১৫]

ইসলামী শরীয়াতে 'জিহাদশব্দটিকে এর সাধারণ শাব্দিক অর্থে না রেখে কুরআন-হাদীসে ব্যবহৃত নির্দিষ্ট অর্থে সীমিত করা হয়েছে। শরীয়াতের পরিভাষায় জিহাদের অর্থ হচ্ছে 'আল্লাহর পথে যুদ্ধ করার জন্য সরাসরি বা আর্থিকভাবে বা মুখ দিয়ে বা অন্য কোনোভাবে সর্বাত্মক চেষ্টা চালানো'। এই বিশেষ অর্থটি প্রদান করা হয়েছে মদীনায়যেখানে সশস্ত্র যুদ্ধকে ফরয করা হয়েছিল। মক্কায় সশস্ত্র যুদ্ধের অনুমতি ছিল নাতাই মাক্কী সূরাসমূহে 'জিহাদশব্দটি শরয়ী অর্থে নয়বরং শাব্দিক অর্থেই ব্যবহৃত হয়েছে। যেমন: সূরা লুকমানের ১৫নং আয়াতযেটি ইতোমধ্যে উদ্ধৃত হয়েছে। এরূপ আরো উদাহরণ হলো:

وَمَن جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ إِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ عَنِ ٱلْعَالَمِينَ

আর যে ব্যক্তি সাধনা (জিহাদ) করেসে তো নিজেরই জন্য সাধনা করে। আল্লাহ্‌ তো বিশ্বজগত থেকে অমুখাপেক্ষী। [সূরা আনকাবুত: ৬]

وَوَصَّيْنَا ٱلإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْناً وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلاَ تُطِعْهُمَآ

আমি মানুষকে স্বীয় মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করতে আদেশ দিয়েছিতবে তারা যদি তোমার উপর চাপ (জিহাদ) দেয়আমার সাথে এমন কিছু শরীক করতে যে সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেইএক্ষেত্রে তুমি তাদের আনুগত্য করবে না। [সূরা আনকাবুত: ৮]

وَٱلَّذِينَ جَاهَدُواْ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ

আর যারা আমার উদ্দেশ্যে কষ্ট সহ্য (জিহাদ) করেআমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ নেককারদের সাথে আছেন। [সূরা আনকাবুত: ৬৯]

فَلاَ تُطِعِ ٱلْكَافِرِينَ وَجَاهِدْهُمْ بِهِ جِهَاداً كَبيراً

অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সঙ্গে কুরআনের সাহায্যে কঠোর সংগ্রাম (জিহাদ) চালিয়ে যান। [সূরা ফুরকান: ৫২]

মদীনায় অবতীর্ণ ২৬টি আয়াতে জিহাদের বিষয়টি এসেছে এবং এগুলোর অধিকাংশই সুস্পষ্টভাবে 'যুদ্ধ' (কিতাল) অর্থ বহন করে। যেমন:

لاَّ يَسْتَوِى ٱلْقَاعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُوْلِى ٱلضَّرَرِ وَٱلْمُجَاهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ عَلَى ٱلْقَاعِدِينَ دَرَجَةً وَكُـلاًّ وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَاهِدِينَ عَلَى ٱلْقَاعِدِينَ أَجْراً عَظِيماً

সমান নয় সেসব মুমিন যারা বিনা ওজরে ঘরে বসে থাকে এবং ওইসব মুমিন যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করে। যারা স্বীয় জান ও মাল দিয়ে জিহাদ করেআল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তাদের ওপর যারা ঘরে বসে থাকে। আর প্রত্যেককেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহিদীনদের মহান পুরস্কারের শ্রেষ্ঠত্ব দিয়েছেন যারা ঘরে বসে থাকে তাদের ওপর। [সূরা নিসা: ৯৫]

এই আয়াতে পরিষ্কার বোঝা যাচ্ছে যেজিহাদ মানে যুদ্ধের জন্য বের হওয়া এবং ঘরে থাকার চেয়ে সেটা উত্তম। সূরা তওবায় রয়েছে:

ٱنْفِرُواْ خِفَافاً وَثِقَالاً وَجَاهِدُواْ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

তোমরা অভিযানে বের হয়ে পড়হালকা অথবা ভারী অবস্থায়এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল দিয়ে এবং নিজেদের জান দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয়যদি তোমরা জানতে। [সূরা তাওবা: ৪১]

ঐতিহাসিক তাবুক যুদ্ধের সময় প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হয়। তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল খেজুর কাটার মৌসুমে। তখন গরমও ছিল খুব বেশি। তাই কেউ কেউ ক্ষেত-খামারধন-সম্পদ নষ্ট হয়ে যাওয়ার অজুহাতেকেউ পারিবারিক কাজের অজুহাতেকেউ বা অসুস্থতার বাহানা তুলে যুদ্ধ না যাওয়ার অনুমতি চাইলো। আল্লাহর তখন এই আয়াত নাযিল করে তাদের প্রার্থনা বাতিল করে দিলেন এবং ইচ্ছুক-অনিচ্ছুকখুশি-অখুশিসশস্ত্র-নিরস্ত্রধনী-গরিব সবার জন্য যে কোনো অবস্থায় যুদ্ধে যাওয়া ফরয করে দিলেন। এখানে 'জিহাদশব্দটি পরিষ্কারভাবে 'যুদ্ধঅর্থে ব্যবহৃত হয়েছে। একই অর্থ রয়েছে এই সূরার ৮৮ নাম্বার আয়াতেও:

لَـٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ آمَنُواْ مَعَهُ جَاهَدُواْ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ وَأُوْلَـٰئِكَ لَهُمُ ٱلْخَيْرَاتُ وَأُوْلَـٰئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

কিন্তু রাসূল ও যারা তাঁর সঙ্গে ঈমান এনেছেতারা জিহাদ করেছে নিজেদের মাল ও নিজেদের জান দিয়েতাদেরই জন্য রয়েছে যাবতীয় কল্যাণ এবং তারাই প্রকৃত সফলকাম। [সূরা তাওবা: ৮৮]

সুতরাং এটা স্পষ্ট যেমাদানী আয়াতসমূহে 'জিহাদবলতে যুদ্ধ/লড়াইকে বোঝানো হয়েছে। যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থসাজ-সরঞ্জাম ইত্যাদিও এর অন্তর্ভুক্ত। এই আয়াতসমূহ জিহাদের পূর্বশর্ত বা জিহাদের বৈধতার শর্তও স্পষ্ট করে দেয়। আর এই শর্তগুলো হলো: অমুসলিমদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া এবং/অথবা ইসলামী রাষ্ট্রের কর্তৃত্ব মেনে নেওয়া।

রাসূল (সা)-এর শতশত হাদীসে 'জিহাদ'-কে শরয়ী অর্থে অর্থাৎ যুদ্ধ ও যুদ্ধের উপায়-উপকরণ অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন: আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছেরাসূল (সা) বলেছেন,

مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْقَانِتِ بِآيَاتِ اللَّهِ لَا يَفْتُرُ مِنْ صِيَامٍ وَلَا صَلَاةٍ حَتَّى يَرْجِعَ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى

আল্লাহর রাস্তায় মুজাহিদের তুলনা ওইরূপ রোযাদারযে নামাযে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তিলাওয়াত করে যাচ্ছে - যে তার রোযা ও নামায আদায়ে বিন্দুমাত্র ক্লান্তি প্রকাশ করে না; (সে এরূপ সওয়াব পেতেই থাকবে) যতক্ষণ না আল্লাহ তা'আলার রাস্তায় মুজাহিদ ফিরে আসে। [বুখারীমুসলিম]

এই হাদীসে পরিষ্কারভাবেই 'মুজাহিদবলতে যোদ্ধাকে বোঝানো হয়েছে - যে যোদ্ধা 'যতক্ষণ না ফিরে আসেততক্ষণ পর্যন্ত হাদীসে বর্ণিত সওয়াবসমূহ পেতেই থাকে। অন্য হাদীসেআবদুল্লাহ বিন হুবশী (রা) বলেন,

قِيلَ فَأَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ مَنْ جَاهَدَ الْمُشْرِكِينَ بِمَالِهِ وَنَفْسِهِ قِيلَ فَأَيُّ الْقَتْلِ أَشْرَفُ قَالَ مَنْ أُهَرِيقَ دَمُهُ وَعُقِرَ جَوَادُهُ

লোকেরা রাসূল (সা)-কে জিজ্ঞেস করলো, 'কোন জিহাদ উত্তম?' তিনি (সা) জবাব দেনজীবন ও সম্পদ দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। আবার জিজ্ঞেস করা হলোকী ধরনের মৃত্যুবরণ করা উত্তমতিনি (সা) জবাব দিলেনওই ব্যক্তি যার রক্ত প্রবাহিত করা হয় এবং সাথে তার সওয়ারী ঘোড়ার পাও কেটে ফেলা হয়। [আবু দাউদ]

মুসনাদে আহমদ-এ বর্ণিত আরেকটি হাদীসে আছে,

... أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ مَنْ عَقَرَ جَوَادَهُ وَأُهْرِيقَ دَمُهُ

রাসূল (সা)-কে জিজ্ঞেস করা হয়েছিলকোন জিহাদ উত্তমতিনি (সা) বললেনযে (যুদ্ধরত অবস্থায়) তার ঘোড়ার পা কর্তন করে ফেলল এবং তার রক্তও প্রবাহিত হয়েছে (তার জিহাদ)।

আরেক হাদীসে ইবনে আব্বাস (রা) বলেনরাসূল (সা) বলেছেন,

لَمَّا أُصِيبَ إِخْوَانُكُمْ بِأُحُدٍ جَعَلَ اللَّهُ أَرْوَاحَهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ تَرِدُ أَنْهَارَ الْجَنَّةِ تَأْكُلُ مِنْ ثِمَارِهَا وَتَأْوِي إِلَى قَنَادِيلَ مِنْ ذَهَبٍ مُعَلَّقَةٍ فِي ظِلِّ الْعَرْشِ فَلَمَّا وَجَدُوا طِيبَ مَأْكَلِهِمْ وَمَشْرَبِهِمْ وَمَقِيلِهِمْ قَالُوا مَنْ يُبَلِّغُ إِخْوَانَنَا عَنَّا أَنَّا أَحْيَاءٌ فِي الْجَنَّةِ نُرْزَقُ لِئَلَّا يَزْهَدُوا فِي الْجِهَادِ وَلَا يَنْكُلُوا عِنْدَ الْحَرْبِ فَقَالَ اللَّهُ سُبْحَانَهُ أَنَا أُبَلِّغُهُمْ عَنْكُمْ

যখন উহুদ যুদ্ধে তোমাদের ভাইয়েরা নিহত হলোআল্লাহ তাদের রুহগুলোকে সুবজ পাখির পালকের ভিতরে স্থাপন করে মুক্ত করে দেন। তাঁরা জান্নাতের ঝরণা ও উদ্যাসমূহ থেকে নিজেদের রিযিক আহরণ করেন এবং অতঃপর তাঁরা সেই আলোকধারায় ফিরে আসেনযা তাঁদের জন্য আল্লাহর আরশের নিচে টাঙিয়ে দেওয়া হয়েছে। যখন তাঁরা নিজেদের আনন্দ ও শান্ত্মিময় জীবন প্রত্যক্ষ করলেনতখন বললেন, 'আমাদের আত্মীয়-স্বজনরা পৃথিবীতে আমাদের মৃত্যুতে শোকার্তআমাদের অবস্থা সম্পর্কে কি কেউ তাদের জানিয়ে দিতে পারেযাতে তারা আমাদের জন্য দুঃখ না করে এবং তারাও যাতে জিহাদে (অংশগ্রহণের) চেষ্টা করে।তখন আল্লাহ বললেন, 'তোমাদের এ সংবাদ তাদেরকে পৌঁছে দিচ্ছি। এরই প্রেক্ষিতে সূরা আলে ইমরানের ১৬৯ নং আয়াত নাযিল হয়:

وَلاَ تَحْسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَاتاً بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

আর যারা আল্লার পথে শহীদ হয়তাদেরকে তুমি মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। [আবু দাউদতাফসীরে কুরতুবী]

প্রকৃতপক্ষে সশস্ত্র যুদ্ধে অর্থাৎ জিহাদে মৃত্যুবরণ করা খোদ রাসূল (সা)-এরই একান্ত বাসনা ছিল:

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلَا أَنَّ رِجَالًا مِنْ الْمُؤْمِنِينَ لَا تَطِيبُ أَنْفُسُهُمْ أَنْ يَتَخَلَّفُوا عَنِّي وَلَا أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ

সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণযদি কিছু মুমিন এমন না হতো যারা আমার সাথে জিহাদে অংশগ্রহণ না করাকে আদৌ পছন্দ করবে নাঅথচ তাদের সবাইকে আমি সওয়ারী দিতে পারছি নাএই অবস্থা না হলে আল্লাহর পথে যুদ্ধরত কোনো ক্ষুদ্র সেনাদল হতেও দূরে থাকতাম না। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণআমার কাছে অত্যন্ত পছন্দনীয় হলোআমি আল্লাহর পথে নিহত হইঅতঃপর জীবন লাভ করি। আবার নিহত হই আবার জীবন লাভ করি এবং আবার নিহত হই তারপর আবার জীবন লাভ করি। আবার নিহত হই। [বুখারীমুসলিম]

শরয়ী অর্থ ও শাব্দিক অর্থের পার্থক্য

শাব্দিক অর্থ ও শরয়ী অর্থের এ পার্থক্য ইসলামের প্রত্যেকটি পরিভাষার ক্ষেত্রে রয়েছে। সুতরাং এ পার্থক্যকে না জানা অথবা না জানার ভান করা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এরূপ পার্থক্যের কিছু উদাহরণ:

সালাত এর শাব্দিক অর্থ হলোআগুনে পুড়ে বাঁশ বা সরু গাছ সোজা বা বাঁকা করে (ধনুক তৈরি বা অন্য কাজের) ব্যবহার উপযোগী করা। এছাড়া ব্যবহারিকভাবেও সালাত শব্দটি চার অর্থে প্রয়োগ হয়। যথা: ১. দরুদ ২. তাসবীহ ৩. রহমত ৪. ইস্তিগফার।

কিন্তু আমরা সালাত বলতে বুঝি নির্ধারিত সময়েবিশেষ নিয়মেনির্দিষ্ট কিছু ইবাদত করাকে।

সাওম এর আভিধানিক অর্থ বিরত থাকা। কিন্তু সাওম বলতে আমরা বুঝিনির্ধারিত সময়ে বিশেষ নিয়মেনির্দিষ্ট কিছু ইবাদত করাকে।

হজ্জ এর আভিধানিক অর্থ ইচ্ছা করা। কিন্তু হজ্জ বলতে আমরা বুঝিনির্ধারিত সময়ে বিশেষ স্থানে নির্দিষ্ট কিছু নিয়ম বিশিষ্ট ইবাদত পালন করাকে।

যাকাত এর আভিধানিক অর্থ পবিত্র করাবৃদ্ধি করা। কিন্তু যাকাত বলতে আমরা বুঝিবিশেষ শর্তে নির্দিষ্ট পরিমাণ সম্পদনির্ধারিত খাতে ব্যয় করা।

একইভাবে জিহাদ শব্দের আভিধানিক অর্থ কষ্ট করাচেষ্টা করা হলেও জিহাদ বলতে আমরা বুঝবো ইসলামী খিলাফতের পক্ষ থেকেখলীফার নির্দেশে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করাকে।

আমরা জানি হযরত মুহাম্মদ (সা) ও সাহাবায়ে কিরামের মক্কী জীবনে দাওয়াত-তাবলীগ ছিলআমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারসহ যিকির-ফিকির ও জালিমের সামনে হক কথা বলা ছিলছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু এতসব কর্মকাণ্ডকে মক্কী জীবনে জিহাদ বলা হয়নি। সাহাবায়ে কিরামও দাবি করেননি এসব সর্বাত্মক প্রচেষ্টা বা প্রাণান্তকর চেষ্টার নাম জিহাদ ছিল।

শরয়ী অর্থে জিহাদের প্রয়োগ
কুরআন-সুন্নাহর এসব উদাহরণ থেকে বোঝা যায় যেআল্লাহ 'জিহাদশব্দটিকে সাধারণ অর্থ থেকে বিশেষ অর্থ 'কিতালবা যুদ্ধ ও যুদ্ধ-সংশ্লিষ্ট প্রত্যক্ষ পরোক্ষ বিষয়াদিতে রূপান্ত্মর করেছেন। উল্লিখিত আয়াত ও হাদীস-সহ আরো বিপুল সংখ্যক আয়াত-হাদীসে 'জিহাদ'-কে যুদ্ধ অর্থে ব্যবহার করা হয়েছে। এজন্যই দেখা যায় যেইসলামী আইনশাস্ত্রের গ্রন্থসমূহে আইবিদগণ 'জিহাদ'-কে শরয়ী অর্থে তথা যুদ্ধ অর্থেই ব্যবহার করেছেন।

হানাফী মাযহাবের আইন গ্রন্থ 'বাদাইস সানায়ী'-হতে জানা যায়, 'জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা করা। শরয়ী অর্থে জিহাদ হলো নফসঅর্থ ইত্যাদি সবকিছু দিয়ে যুদ্ধের সর্বাত্মক প্রচেষ্টা ও শক্তি খাটানো।অপর হানাফী গ্রন্থ شَرْحُ الْوِقَايَةِ -এর গ্রন্থকার বলেন:

اَلْجِهَادُ هُوَ الدُّعَاءُ إِلَى الدِّيْنِ الْحَقِ وَالْقِتَالُ مَنْ لَمْ يَقْبَلْهُ

অর্থাৎ جِهَاد হচ্ছে সত্য দ্বীনের প্রতি আহ্বান করা এবং তা অগ্রাহ্যকারীর বিরুদ্ধে যুদ্ধ করা।

শাফেই মাযহাবের আইনগ্রন্থ আল ইকনা-তে বলা হয়েছে, 'জিহাদ হলো আল্লাহর রাস্তায় লড়াই করা।আল-শিরাজী তার আল মুহাজাব-এ বলেন, 'জিহাদ হলো কিতাল (যুদ্ধ)'

বুখারী শরীফ ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবন হাজার (রহ) ফাতহুল বারী-তে বলেনজিহাদ-এর শরঈ অর্থ হলো وَشَرْعًا بَذْل الْجَهْد فِي قِتَال الْكُفَّار কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে সর্বাত্মকভাবে চেষ্টা-সংগ্রাম করা।

মালিকী মাযহাবের আইনগ্রন্থ মানহুল জালীল-এ জিহাদকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে –

قِتَالُ مُسْلِمٍ كَافِرًا غَيْرَ ذِي عَهْدٍ لِإِعْلَاءِ كَلِمَةِ اللَّهِ

'আল্লাহর কালিমাকে সর্বোচ্চ করার জন্য কাফেরদের (যাদের সঙ্গে মুসলিমদের চুক্তি নেই) সঙ্গে মুসলিমদের লড়াই... ...।'

হাম্বলী মাযহাবের আইনগ্রন্থ আল-মুগনী-তে ইবনে কুদামা-ও ভিন্ন কোনো সংজ্ঞা দেননি। 'কিতাবুল জিহাদঅধ্যায়ে তিনি বলেনযা কিছুই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সেটা ফরয-ই-আইন বা ফরয-ই-কিফায়া যা-ই হোক না কেনঅথবা এটা মুমিনদেরকে শত্রু থেকে রক্ষা করা হোক বা সীমান্ত রক্ষা হোক - সবকিছুই জিহাদের অন্তর্ভুক্ত। তিনি আরো বলেন, 'শত্রুরা এলে সীমান্তরক্ষীদের ওপর জিহাদ করা ফরয-ই-আইন হয়ে যায়। যদি শত্রুদের আগমন স্পষ্ট হয়ে যায়তাহলে আমীরের নির্দেশ ছাড়া সীমান্তরক্ষীরা তাদেরকে মোকাবেলা না করে আসতে পারবে না। কারণ একমাত্র আমীরই যুদ্ধের ব্যাপারে নির্দেশ দিতে পারেন।'

এছাড়া বুখারী শরীফমুসলিম শরীফমিশকাতসহ সকল হাদীস গ্রন্থে 'কিতাবুল জিহাদঅধ্যায় কেবল সশস্ত্র যুদ্ধ বিষয়ক হাদীসই স্থান পেয়েছে।

অতএব এটা নিশ্চিত যেইসলামী শরীয়াতে 'জিহাদশব্দটিকে সাধারণ শাব্দিক অর্থ থেকে সুনির্দিষ্ট অর্থে রূপান্তর করা হয়েছে আর সেই অর্থটি যুদ্ধ/লড়াই ছাড়া অন্য কিছুই নয়। কিন্তু আজ অজ্ঞানতামূর্খতাকাফেরদের ষড়যন্ত্র ও তাদের তাবেদার শাসকদের সহায়তায় জিহাদের মতো সুস্পষ্ট ব্যাপারকেও ধোঁয়াটে করে ফেলা হয়েছে।

বিভ্রান্তি সৃষ্টিকারীরা বলছে যেজিহাদ দুই রকম: জিহাদ-আল-আকবর (বড় জিহাদ) যা নফসের বিরুদ্ধে করা হয় এবং জিহাদ-আল-আসগর (ছোট জিহাদ) যা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে করা হয়।

নিজেদের বক্তব্যের সমর্থনে তারা 'তারীখে বাগদাদগ্রন্থে উদ্ধৃত একটি হাদীস ব্যবহার করেযেখানে দাবি করা হয় যেরাসূল (সা) বলেছেন: 'আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে প্রবেশ করলাম।তাঁকে জিজ্ঞাসা করা হলো: বড় জিহাদ কীতিনি (সা) বললেন, 'নফসের বিরুদ্ধে জিহাদ'

যদিও এটা সত্য যেনফস বা শয়তানের বিরুদ্ধেও জিহাদ রয়েছেকিন্তু এই জিহাদ কখনোই আল্লাহর দৃষ্টিতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জিহাদের চেয়ে বড় নয়। কেননাপ্রথমতকুরআন-হাদীসের শত শত আয়াত ময়দানের জিহাদকে শ্রেষ্ঠ প্রমাণ করে। দ্বিতীয়তবিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যবহৃত হাদীসটিকে ইমাম জালালউদ্দিন সুয়ূতী তাঁর আল-জামীআস-সাগীর গ্রন্থে 'জায়িফবলে চিহ্নিত করেছেন। ইমাম জাহাবীদারা কুতনীআহমদ ইবনে হাম্বলসহ বহু মুহাদ্দিস এই কথিত হাদীসটি বাতিল করে দিয়েছেন। একটি 'জায়িফহাদীস দিয়ে বিপুল সংখ্যক মুতাওয়াতির বর্ণনাকে অগ্রাহ্য করাটা মূর্খতাগোঁড়ামির পরিচায়ক।

জিহাদ কি শুধু রক্ষণাত্মক?
কাফেরদের চক্রান্তে পা দেয়া আরেক দল জ্ঞানপাপী প্রচার করে যেজিহাদ শুধুমাত্র রক্ষাণাত্মক - এটি আক্রমণাত্মক নয়। এদের এই বক্তব্য আল্লাহর কুরআনরাসূল (সা)-এর সুন্নাহ ও মুসলিমদের গৌরবময় ইতিহাসের সম্পূর্ণ পরিপন্থি। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা বলেন:

قَاتِلُواْ ٱلَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلاَ بِٱلْيَوْمِ ٱلآخِرِ وَلاَ يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُ وَلاَ يَدِينُونَ دِينَ ٱلْحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلْكِتَابَ حَتَّىٰ يُعْطُواْ ٱلْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَاغِرُونَ

তোমরা যুদ্ধ করতে থাক আহলে কিতাবের ঐ লোকদের বিরুদ্ধেযারা ঈমান আনে না আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতিআল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে নাএবং অনুসরণ করে না প্রকৃত সত্য দ্বীনযে পর্যন্ত না তারা বশ্যতা স্বীকার করেস্বহস্তে জিযিয়া প্রদান করে। [সূরা তাওবা: ২৯]

রাসূল (সা) বলেন:

أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ...

আমি ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে যুদ্ধ করতে আদেশপ্রাপ্ত হয়েছি যতক্ষণ না তার সাক্ষ্য দেয় যেলা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং তারা নামায কায়েম করে ও যাকাত আদায় করে...। [বুখারী]

রাসূল (সা) হুনায়নের যুদ্ধে হাওয়াজিন আক্রমণ করতে গিয়েছিলেন এবং মুতার যুদ্ধে রোমানদের আক্রমণ করতে সৈন্যদল পাঠিয়েছিলেন। এগুলো সবই আক্রমণাত্মক যুদ্ধ। বস্তুত রাসূল (সা)-এর জীবনে সংগঠিত ২য় হিজরীর বদর থেকে শুরু ৯ম হিজরীর তাবুক পর্যন্ত অধিকাংশ যুদ্ধই ছিল আক্রমণাত্মক।

হযরত আল্লামা ইদরিস কান্দলভী (রহ) এ সম্পর্কে অভিমত প্রকাশ করেন যে, "রাসূলে কারীম (সা) কর্তৃক সরাসরি পরিচালিত অধিকাংশ যুদ্ধসমূহ ছিল আক্রমণাত্মক (offensive) এবং প্রতিরোধাত্মক (defensive) ছিল কম। অনুরূপভাবে ইসলামী খলীফা ও রাষ্ট্রপ্রধানগণের অধিকাংশ অভিযান ছিল আক্রমণাত্মক এবং তাৎক্ষণিক। যেসব লোক বলে যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ নেইশুধু প্রতিরোধাত্মক জিহাদ আছেতারা হল কুরআন ও সুন্নাহর বিকৃতকারী এবং বুজুর্গদের অতীত ইতিহাস গোপনকারী। বাতিলের ভয়ে মানসিক বিকারগ্রস্ত্র এসব মানুষের কোনো বক্তৃতা বা লেখার ওপর আস্থা রাখা উচিত নয়। [আল্লামা মোহাম্মদ ইদরিস কান্দলভী, "দসতুর-ই-ইসলাম"লাহোরপৃষ্ঠা: ৩০]

সাহাবীদের যুগেও আক্রমণাত্মক জিহাদের মাধ্যমেই ইরাকপারস্যশামমিশর ও উত্তর আফ্রিকা বিজয় হয়েছে। তাই আক্রমণাত্মক জিহাদের বিষয়ে সাহাবীদের ইজমাও সুস্পষ্ট। স্পেনভারতবর্ষএমন কি বাংলাদেশও সাহাবীদের পরবর্তী যুগের আক্রমণাত্মক জিহাদের মাধ্যমেই ইসলামের পতাকাতলে এসেছিল।

ইনশাআল্লাহ পরবর্তী খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর আক্রমণাত্মক জিহাদের যাত্রা আবার (সত্যিকার অর্থে) শুরু হবে। পৃথিবীর প্রান্তে প্রান্তে শাহাদাতের পতাকা উড়বে ইনশাআল্লাহ।

أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ

জান্নাত তরবারীসমূহের ছায়ার নিচে। [বুখারী]

إِنَّ أَبْوَابَ الْجَنَّةِ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ

জান্নাতের দরজাগুলো তরবারীসমূহের ছায়ার নিচে। [মুসলিম]

مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ

যে ব্যক্তি যুদ্ধে কখনো অংশ নেয়নি এবং মনে মনে তার আকাঙ্ক্ষাও পোষণ না করে মারা যায়সে মুনাফিকত্বের একটি শাখায় মৃত্যুবরণ করলো। [মুসলিম]

৬টি মন্তব্য:

  1. মাশাল্লাহ খুবই ভাল লেখা। মনে হয় আবু ইস্মাইলের ব্লগের একটা লেখার বাংলা অনুবাদ, যাই হক বাংলা ভাষায় এরকম একটা লেখা দরকার ছিল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. the original source was an article of Islamic revival's blog.....later it was translated and edited by brother sheikh omar rasel for his bangla book called 'etai amar path'....later on (recently) published online into another site called 'Return of Islam', and then this site rep-published it....jazakallah

      মুছুন
  2. "কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখেরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জেহাদ করাই কর্তব্য। বস্তুতঃ যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব।" 4:74

    "আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও।" 4:75

    "যারা ঈমানদার তারা যে, জেহাদ করে আল্লাহর রাহেই। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে তাগুতের পক্ষে সুতরাং তোমরা জেহাদ করতে থাক শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে, (দেখবে) শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল।" 4:76
    "আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন, আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোন বিষয়ের যিম্মাদার নন! আর আপনি মুসলমানদেরকে [জিহাদের জন্য] উৎসাহিত করতে থাকুন। শীঘ্রই আল্লাহ কাফেরদের শক্তি-সামর্থ খর্ব করে দেবেন। আর আল্লাহ শক্তি-সামর্থের দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তিদাতা।" 4:84


    "ইনশাআল্লাহ পরবর্তী খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর আক্রমণাত্মক জিহাদের যাত্রা আবার (সত্যিকার অর্থে) শুরু হবে। পৃথিবীর প্রান্তে প্রান্তে শাহাদাতের পতাকা উড়বে ইনশাআল্লাহ" ভাই এই যে খিলাফাত প্রতিষ্টা হলে তার পর আক্রম্নাত্বক জিহাদ শুরু করতে হবে এই শর্ত কুরআন সুন্না্র'র কোন জায়গায় পেলেন দয়া করে জানাবেন।

    "জিহাদ বলতে আমরা বুঝবো ইসলামী খিলাফতের পক্ষ থেকে, খলীফার নির্দেশে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করাকে।" - ভাই জিহাদের এই সংগা কুরান এ বা রাসুল সাঃ কোনো হাদিসে বলেছেন কিনা জানাবেন। আপনারা জিহাদ বলতে যা বুজেন সেটা কি ইসলামের জিহাদের দলিল? না কুর আন সুন্নাতে যে শরয়ী অর্থ দেওয়া আছে সেটা দলিল?

    আমরা মাক্কি জীবনে আছি না মাদানি জিবনে আ্ছি? আশা করি আমার প্রশ্নগুলো সুন্দর ,আন্তরিকভাবে কুরআন সুন্নাহ ভিত্তিক দলিল সহকারে উত্তর দিবেন. jazakallah

    উত্তরমুছুন
  3. শহিদ [ইশাআল্লাহ] শাইখ আনওয়ার আল আওলাকি

    জিহাদের দ্বিতীয় বৈশিষ্ট্যঃ জিহাদ কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর নির্ভরশীল নয়
    জিহাদের দ্বিতীয় বৈশিষ্ট্যঃ জিহাদ কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর নির্ভরশীল নয় [আংশিক, পুরোটা পেতে লিঙ্কটি ভিসিট করুন]

    http://bab-ul-islam.net/showthread.php?t=2736


    কোন নেতা বা নির্দিষ্ট কোন ব্যক্তিকে অগ্রাহ্য করে জিহাদ চলতেই থাকবে। কেউ কেউ বলে যে, আল্লাহর দ্বীন নির্দিষ্ট ব্যক্তিবর্গের উপর নির্ভরশীল নয়, আর যদি আল্লাহর দাসরা আল্লাহর পথে মৃত্যু বরণ করে, তবে আল্লাহ্ তাদের স্থলে অন্য ঈমানদারদের নিয়ে আসবেন যারা আল্লাহর কাজে অগ্রসর হবে। এটা সত্য। কিমত্মু দেখা যায় যে, অধিকাংশ মানুষ যারা তা বলে, কেবলমাত্র কথা বলার মধ্যে সীমাবদ্ধ রাখে। অন্যভাবে বললে, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জিহাদ ফী সাবিলিল্লাহ্ নির্দিষ্ট কিছু ব্যাক্তিবর্গ বা দলের উপর নির্ভরশীল। আমরা এটা প্রমাণ করব যে, জিহাদ কোন নির্দিষ্ট নেতৃত্ব বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের উপর নির্ভরশীল নয়।

    প্রথম প্রমাণঃ

    যদি আমরা বিশ্বাস করি যে জিহাদ কোন ব্যক্তির উপর নির্ভরশীল, তাহলে এটা আমাদের আক্বীদাকে দূর্বল করে দেয়, কেননা এটি ভুল আক্বীদা। এবং এটি ‘‘জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে’’- এই নীতিকে বদলে দেয়। কেননা, আমরা জিহাদের সাথে কিছু বিশেষ ব্যক্তিবর্গকে সংশিস্নষ্ট করে ফেলছি এবং আমাদের কথাবার্তায় পরোক্ষভাবে প্রকাশ পায় যে, যদি অমুক-অমুক মারা যায়, তাহলে জিহাদ বন্ধ হয়ে যাবে। উলেস্নখ্য যে, ইবন ক্বাদামাহ رحمه الله বলেছেন যে, ‘‘ইমামের অনুপস্থিতি যেন জিহাদ বিলম্বিত বা স্থগিত করার কারণ না হয়।’’

    দ্বিতীয় প্রমাণঃ

    আল্লাহ্ I সাহাবাদের এমনভাবে গড়ে তুলেছেন যার ফলে সাহাবাগণ তাঁর উপরই নির্ভর করত এবং সম্পূর্ণভাবে ইসলামকে আকড়ে ধরে ছিল।

    রসূল ﷺ তাদের দেখিয়েছেন যে, নির্দিষ্ট কোন ব্যক্তির উপর নির্ভর করা ঠিক না, কারণ যখন সেই ব্যক্তি মারা যায়, তখন জিহাদও বন্ধ হয়ে যায়। একই সাথে, আল্লাহ্ রসূল ﷺ-এর উপরও নির্ভর না করার জন্য আয়াত নাযিল করেন।

    ﴿وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ﴾

    ‘‘আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়! তাঁর পূর্বেও বহু রসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বসত্মূতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি-বৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব দান করবেন।’’

    এই আয়াতটি সাহাবাদের এটা শিক্ষা দিতেই নাযিল হয়েছিল যে, কোন ইবাদতই নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল নয়। ইসলাম কেবল আল্লাহরই অধিকারভূক্ত আর কারও নয়। অতএব, আল্লাহর উপর তাওয়াক্কুল কর, মুহাম্মদ ﷺ বা অন্য কারও উপর নয়।

    এখানে আমরা শিরক বা আল্লাহর সাথে কোন ব্যক্তিকে শরীক করা নিয়ে আলোচনা করছি না বরং বলতে চাচ্ছি যে, কিছু মানুষ মনে করে যে, আল্লাহ অমুককে নেতৃত্ব দিয়েছেন বা অমুককে জিহাদের অংশ করেছেন বলেই জিহাদ সফল হয়েছে। এটা একটি ভুল ধারণা।

    এবার এই আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করা যাক। ইমাম ইবন কাসীর رحمه الله বলেছেন যে, এই আয়াতটি নাযিল হয়েছিল উহুদ যুদ্ধের সময় যখন এক কুরাইশ রসূল ﷺ-কে পাথর দিয়ে আঘাত করেছিল এবং ভেবেছিল সে তাঁকে হত্যা করেছে। সে তার লোকদের নিকট গিয়ে এটা প্রচার করে দিল। এই গুজব চারদিকে ছড়িয়ে পড়লে তা মুসলিমদের কানেও এলো যে, মুহাম্মদ ﷺ মৃত্যুবরণ করেছেন। এ কারণে কিছু মুসলিম হতাশ হয়ে পড়লে আল্লাহ্ I এই আয়াতটি তখন নাযিল করলেন যে, ‘‘মুহাম্মদ ﷺ একজন রসূল ব্যতীত আর কিছুই নয়। এবং এর আগে আরও রসূল এসেছিল। এখন যদি সে মৃত্যু বরণ করে, তবে কি তোমরা পশ্চদপসরণ করবে এবং দ্বীন ত্যাগ করবে?’’ তোমরা কি তাঁর উপর নির্ভরশীল, না আল্লাহর উপর? এই আয়াত দ্বারা কিছু সাহাবাদের সমালোচনা করা হয়েছে। এই খবর দ্বারা কিছু মুসলিম প্রভাবিত হয়েছিল। আবার কিছু মুসলিমের উপর এর কোন প্রভাবও পড়েনি।

    উত্তরমুছুন
  4. আস-সালামু আলাইকুম সম্মানিত ভাই,

    আপনার প্রশ্নের জবাব আর্টিকেলটির মধ্যেই অনেকাংশে রয়েছে। তবে আরো একটু ভেঙে বলতে পারি। আমাদের বুঝতে হবে জিহাদে একটি ইবাদাত যার দুনিয়াবী একটি লক্ষ্য রয়েছে এবং তা হচ্ছে আল্লাহর কালিমাকে সবার উপরে তুলে ধরা। এখন প্রশ্ন হচ্ছে খিলাফত আল্লাহর একটি হুকুম এবং তা প্রতিষ্ঠা করা ফরয। উলামারা একে সবচে মৌলিক ফরয হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং খিলাফত প্রতিষ্ঠা করে শরীয়াহ বাস্তবায়ন ছাড়া আল্লাহর কালিমাকে কি প্রকৃত অর্থে উচ্চে তুলে ধরা সম্ভব? আমরা কিভাবে খিলাফত ও জিহাদ এ দুটো বিষয়কে পরস্পরের মুখোমুখি দাড় করাতে পারি?

    আর আপনি যে বিভিন্ন ব্যক্তিদের কমেন্ট এনেছেন, সেগুলো সবই রক্ষনাত্মক জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য। আরও একটু পড়াশুনা করলে বিষয়টা বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

    একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে, জিহাদ মানে কিছু রক্তপাত ঘটানো বা কিছু লোক শহীদ হয়ে যাওয়া নয়। বরং এটি ইসলামী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যা খোদ রাসূলুল্লাহ (সা) আমাদের দেখিয়ে গিয়েছেন। এবং তিনি তা রাষ্ট্রের মাধ্যমে কিভাবে করতে হয় তা দেখিয়ে গিয়েছেন। যখন বিষয়টা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তিনি আমাদের ব্যক্তিগতভাবে জিহাদের দায়িত্ব দিয়ে যান নি বরং এটি একটি সমন্বিত প্রচেষ্টা যার মাধ্যমে মুসলিমরা ইসলামের দাওয়াতকে সম্প্রসারিত করে ও ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পায়। এভাবে আমাদের পূর্বসুরীগণ ইসলামকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়েছিলেন। আর এটা একটি সাধারন বুদ্ধিরও বিষয় যে আক্রমনাত্মক জিহাদ খলীফা বা ইসলামী রাষ্ট্রের আমীরের নেতৃত্বে হয়। যদি তা না হয়, তবে প্রশ্ন করি, জিহাদে জয়লাভ করার পর কী করব? ইসলামী সীমানা কি বাড়াবো না, জনগণের উপর শরীআহ বাস্তবায়ন করব না? আর যদি তাই হয় তবে রাষ্ট্র ছাড়া তা কিভাবে করব?

    আজকে আবার যখন ইসলামী রাষ্ট্র তথা খিলাফত প্রতিষ্ঠার ডাক উঠেছে তখন কেন কিছু ভাই জিহাদ ও খিলাফত কে মুখোমুখি দাড় করাচ্ছেন? কেউ যদি জিহাদের বাস্তবতায় থাকেন, তাহলে তিনি (রক্ষনাত্মক) জিহাদ করতে পারেন। আর যিনি এর বাস্তবতায় নেই তার উচিত রাসূলুল্লাহ (সা) সীরাত অনুযায়ী তিনটি ধাপে ইসলামী খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবং এই ধাপ সমূহ তার পুরো সীরাত (মাক্কী ও মাদানী জীবন) জুড়ে বিস্তৃত।

    আমরা এখন মাক্কী ও মাদানী কোন জীবনেই নেই বরং ২০১২ তে রয়েছি। আমাদের জন্য শরীয়তের হুকুম এর উৎস তার পুরো জীবন জুড়েই রয়েছে। শরীয়ত পরিপূর্ন হয়ে গেছে। সুতরাং এখন আমরা কোনো হুকুম রহিত করতে পারব না। শুধুমাত্র ইজতিহাদ করে নতুন নতুন হুকুম বের করে নিয়ে আসতে পারব। খিলাফত প্রতিষ্ঠার পদ্ধতি এমনই একটি হুকুম যার শুরু মক্কী সময়ে এবং শেষ মাদানী জীবনে। সুতরাং, রাসূলুল্লাহ (সা) জীবন হতে খিলাফত প্রতিষ্ঠার কর্মপদ্ধতি নিয়ে আসলেও আমাদের জন্য শরীয়তে কোনো হুকুম রহিত হয়ে যাবে না বরং অন্যান্য হুকুম মেনে নিয়ে এবং পাশাপাশি খিলাফত প্রতিষ্ঠা এই নতুন হুকুমটি নিয়ে সামনে অগ্রসর হতে হবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আল্লাহ আমাদের সহায় হোন।

    আরো জানার জন্য:

    http://liberatedthought.blogspot.com/2012/05/blog-post_09.html

    http://liberatedthought.blogspot.com/2012/05/blog-post_16.html

    http://liberatedthought.blogspot.com/2012/02/blog-post_28.html

    http://returnofislam.blogspot.com/2012/05/blog-post_5382.html

    http://returnofislam.blogspot.com/2012/05/blog-post_2278.html

    উত্তরমুছুন