মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

আজকের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সাথে এ গল্পটি পুরোপুরি মিলে যায়

এক গ্রামের পাশে জঙ্গলে ঝাঁকে ঝাঁকে বানর বাস করতো। বানরের দল মাঝে মধ্যে গ্রামে এসে হানা দিত। গ্রামের লোকজন বানরের উপদ্রবে অতিষ্ট। সে সময় সেখানে হঠাৎ এক লোকের আবির্ভাব ঘটলো। এসেই সেই লোক গ্রামবাসীকে ঘোষণা করলো যে, এক একটা বানর সে ১০ টাকায় কিনে নিবে। গ্রামবাসী মহাখুশী হয়ে জঙ্গলে গিয়ে বানর ধরা শুরু করলো। অল্প সময়ের মধ্যেই লোকটি ১০০০ বানর গ্রামবাসী থেকে কিনে নিলো। এবার লোকটি ঘোষণা করলো সে ২০ টাকায় প্রতিটি বানর কিনে নিবে। গ্রামের মানুষ নতুন উদ্যমে আবার জঙ্গলে বানর ধরার কাজে নামলো। দ্বিগুন দামে এবার বানর বিক্রি করে সবাই খুশী মনে ঘরে ফিরলো। আবার লোকটি প্রস্তাব দিল, এবার সে ২৫ টাকায় বানর কিনবে, এভাবে আস্তে আস্তে জঙ্গলে বানরের সংখা একবারে কমে গেল। এবং গ্রামবাসী যে কয়েকটা বানর চারিদিকে খুঁজে পেল সেগুলো ধরে বিক্রি করলো। বানর কেনা লোকটি তখন ঘোষণা করলো তার আরো বানর দরকার এবং সে প্রতিটার জন্য দিবে ৫০ টাকা। সাথে সে এও জানিয়ে দিল জরুরী ব্যবসার কাজে সে শহরে যাচ্ছে, তার এসিস্ট্যান্ট বানর কেনার কাজ দেখসাশোনা করবে । আগন্তক লোকটি শহরে চলে যাবার পর তার এসিস্ট্যান্ট গ্রামবাসীকে বললো: দেখো, এতো বড় খাচাঁয় কতো গুলি বানর শহুরে লোকটি কিনেছে। সে না জানে মতো, "তোমরা আমার কাছ থেকে ৩৫ টাকা করে বানর গুলি কিনে নাও"। লোকটি শহর থেকে ফিরে আসলে তোমরা এক একটা বানর ৫০ টাকা করে বিক্রি করতে পারবে। প্রস্তাবটা গ্রামবাসী লুফে নিল, এবং সঞ্চিত টাকা পয়সা যা ছিল তা দিয়ে বানর কিনলো। এরপর রাতের অন্ধকারে এসিস্ট্যান্ট পালিয়ে গেলো। আর সেই আগন্তক লোকটি শহর থেকে ফিরে এলোনা, গ্রামের লোকজন এসিস্ট্যান্টকেও আর খুঁজে পেলনা।

চারিদিকে শুধু বানর আর বানর ছড়িয়ে রইলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন